নিউ টাউন পেতে চলেছে ১০০ সজ্জা বিশিষ্ট নতুন হাসপাতাল

এন কে ডি এ তরফে জানানো হচ্ছে হিডকো থেকে ৩২ কাটার ও বেশি কিছু জমি পাওয়া গিয়েছে । সেইখানে ১০০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল তৈরি করা হয়েছে । প্রাথমিক পর্যায়ে ৩০ টি সজ্জার হাসপাতাল দিয়ে পরিকাঠামো গড়ে তোলা হবে । পরে এইটি কে ১০০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা হবে । নিউ টাউনের একশান এরিয়া ১ ডি এ ব্লকে এই হাসপাতাল টি তৈরি করবে রাজ্যের পূর্ত দফতর ,দেখভাল করবে এনকেডি এ ।