নিক্কো পার্ক

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  কলকাতার পূর্ব প্রান্তে  সল্টলেকের সেক্টর ৫ য়ে  এইটি  অবস্থিত । পূর্বে এর নাম ছিল ঝিলমিল ,এইখানে  বাচ্চাদের  জন্য অনেক জনপ্রিয় রাইড  আছে ,এর মধ্য  অন্যতম হলো রিভারকেভ  রাইড,  চিলড্রেন  কর্নার , টয়ট্রেন ,টিল্টয়ে  হোয়ার্ল , কেবল  কার ,ওয়াটার  ছুটে । কলকাতা এবং  তার আসে পাশের জেলা থেকে বিভিন্ন লোক এটি দেখতে আসে ।