নিজের ভুল কৌশলের জন্যই পশ্চিমবঙ্গে জমি হারালেন মমতা
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সপ্তদশ লোকসভার ভোটের ফলাফল বেরোতে আজ দেখা গেলো যে ৪২ টি আসন যুক্ত পশ্চিমবঙ্গে শাসক দল হিসাবে তৃণমূল নিজের কৌশলে নিজেই ফাঁদে পড়েছেন । এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী শাসক দল থেকে বিজেপি মাত্র ৩ টি আসন কম পেয়েছে অর্থাৎ তৃণমূল ২২,বিজেপি ১৯এবং কংগ্রেস ১। ফলাফল দেখে মুখ্যমন্ত্রী টুইট করে বলেছেন পরাজয় মানেই হার নয় ,আমাদের এর ফল পর্যালোচনা করতে হবে ,বিশেষজ্ঞ মহল মনে করছেন প্রধান মন্ত্রী সম্মন্ধে কুরুচিকর মন্তব্য তার হারার অন্যতম কারণ ।
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...