এবারেও ধূপগুড়ি বাজারে নিম্নমানের আলুবীজে ছেয়ে গেছে। এই নিয়ে কৃষক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। আলু ব্যবসায়ীরা বাজারে খারাপ আলু বীজ বিক্রি বন্ধের ব্যাপারে কৃষি দপ্তরে দাবি জানিয়েছেন। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট (সি পি আর আই ) এর অনুমোদন ছাড়াই আলু বীজ বিক্রি করা হচ্ছে। গতবছরও এই ধরণের বীজ চাষের ফলে চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কৃষি দপ্তর বিষয়টি খতিয়ে দেখছে ও নজরদারি বাড়িয়েছে।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...