গতকাল বিকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় গঙ্গার ঘাটে ঘাটে ঢাকের বাদ্যি তে মায়ের নিরঞ্জন শুরু হলো ।পুরসভা সূত্রের খবর মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রতিমা বিসর্জন চলবে আগামী শুক্রবার অব্দি ।পুরসভার পরিসংখ্যান থেকে জানা গিয়েছে খিদিরপুরের দহিঘাট ,বাবুঘাট ,আহিরিটোলা ঘাট ,কুমারটুলি ও হাওড়ার বাজে কদমতলা ঘাটে সব থেকে বেশি প্রতিমা নিরঞ্জন ,পুলিশিনিরাপত্তা এই ঘাটে প্রচুর রাখা হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...