বিজেপি তে যোগদান করার পরেই প্রার্থী হয়েছেন অভিনেতা যশ দাসগুপ্ত ,হিরণ ,অভিনেত্রী শ্রাবন্তী, পায়েল
সরকার ,তনুশ্রী ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি । তারা সবাই ওয়াই শ্রেণীর নিরাপত্তা পাচ্ছে ।ওয়াই প্লাস শ্রেণীর নিরাপত্তাপাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ।এদের উপরে যেকোনো সময়ে হামলা হতে পারে তাই সিআইএসএফের সদস্য রা এদের নিরাপত্তা তে আছেন ।