নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভোটের ঠিক মুখেই বদল হলো চার অফিসার

২২ তারিকে শান্তিপূর্ণ ভাবে ভোট করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন বীরভূমের পুলিশ সুপার করে আনলো নন্দীগ্রাম খ্যাত আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠি কে ।পূর্ব বর্ধমানের পুলিশ সুপার করা হলো অজিত কুমার সিংহ কে ,আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার করে আনা হলো নীতিশ জৈন কে ,একই সঙ্গে বীরভূমের এসডিপিও অভিষেক রায়ের জায়গা তে দায়িত্বে এলেন নাগরাজ ডেবরা কোন্দা এতে ক্ষুব্ধ হয়েছে তৃণমূল দল ।