কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমারের ভাই এই লোকসভা নির্বাচনে বেঙ্গালুরুর গ্রামীণ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ।
ভাইয়ের হয়ে প্রচারে গিয়ে উপমুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন,ভোটার রা কংগ্রেস প্রার্থীকে ভোট দিলে ওই এলাকা তে ক্যাভেরি জলসরবরাহের ব্যবস্থা করবেন তিনি ।নির্বাচন কমিশনের ভোটার দের ঘুষ দিয়ে প্রভাবিত করার অভিযোগ াণ হয়েছে শিব কুমারের বিরুদ্ধে ।