নির্বাচন কমিশন জানালো সুজাতার উপরে আরামবাগে আক্রমণ হয়নি

আরামবাগে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল কে বাস ও লাঠি দিয়ে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের
করেছেন প্রার্থী ।এর পরে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি ।কমিশনের কাছে সেখানকার পুলিশ সুপার রিপোর্টে জানান উনাকেবাস দিয়ে আক্রমণ করা হয়েছে,যা হয়েছে সেটি হলো কাঁদা ছোঁড়াছুড়ি । বিজেপি নেতা সৌমিত্র খাঁ বলেন ওই এলাকার মানুষেরা বিগত ১০ বছরভোট দিতে পারেনি ,তার ই বহিঃপ্রকাশ আজকে বেরিয়ে এসেছে ।