বঙ্গে করোনা সংক্রমণ ভয়ানক আকার নিয়েছে, এক রোগীর কাশি,দুর্বলতা ও তীব্র শ্বাসকষ্ট ও অক্সিজেনের মাত্রা ৮৫% নিয়ে তড়িঘড়ি করে ভর্তি হন হাসপাতালে তার করা হয় আর্টিফিসিয়ার কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে ।তার পরে চিকিৎসকেরা তার দুটি ফুঁসফুঁস স্ক্যান এবং সেইখানে ধরা পরে করোনা পসিটিভ । রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ তে ডাবল মিউট্যান্ট স্ট্রেন ধরা পড়ছে ,এই স্ট্রেনে গলা এবং নাকের স্বাব টেস্টেও নেগেটিভ আসলেও আসলে রোগী সুপার স্প্রেডার ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...