নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমে উঠেছে পর্যটন সংক্রান্ত মেলা

গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ,মেলার দ্বিতীয় দিনে বৃষ্টি স্নাত আবহাওয়ার মধ্যে ভিড় করছে ভ্রমণ পিপাসু ব্যক্তিদের আনা গোনা । রাজস্থান, তেলেঙ্গানা, বিহার ,মধ্যেপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য ভ্রমণ পর্যটন সংস্থা স্থলে বিপুল ভিড় লক্ষ্য করা গেলো । বেসরকারি ভ্রমণ সংস্থা দেবভূমি এবগ আরোহীর ষ্টলে বিপুল ভিড় লক্ষ্য করা গেলো । আরোহীর কর্ণধার কিংশুক বাবু বলেন আগামী মাস গুলি থেকে তাদের ভিয়েতনাম ,কম্বোডিয়া সহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য মানুষের উৎসাহ চোখে পড়ার মত ।