নৈহাটী পুরসভায় বড় সরো হামলা

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   নৈহাটী  পুরসভার  সিএইও  জানান  আজ ৩০-৩৫ জনের এক দল  দুষ্কৃতী  পুরসভার চেয়ারম্যান  আশিস  চট্টোপাধ্যায়ের ঘরে  ঢুকে তাকে  মার্ ধর  করে তাকে বার করে দিয়ে চেয়ারম্যানের  ঘরে  তালা  দিয়ে যায় । যাওয়ার সময় দুস্কৃতিকারী  রা  তার ও হার্ড  ডিস্ক  খুলে নিয়ে যায় । বিজেপি কাউন্সিলর গণেশ দাশ  বলেন  যারাই  এই কাজ করে থাকুক পুলিশ  কে অনুরোধ করছি অবিলম্বে তাদের  শাস্তি দিতে হবে । আগামী  কাল  মমতার নেতৃত্বে তৃণমূল বিক্ষোভ দেখাবে  নৈহাটী পুরসভার সামনে ।