রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেবের সমর্থনে আজকে নিউ টাউনের ঘুনি বাজারে নির্বাচনী প্রচারে আসেন আইএস এফের চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী । তিনি গৌতম দেবের সাথে দেখা করেন এবং নিউ টাউনের নবাবপুর এলাকাতে সপ্তর্ষি হয়ে প্রচার সারেন । তিনি কটাক্ষ করে বলেন তৃণমূল প্রার্থীর ব্যক্তিগত উন্নয়ন হয়েছে,কিন্তু নিউ টাউনের কোনো উন্নয়ন হয়নি ।