খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো শুরুর যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তরপূর্ব সীমান্ত রেলের মেট্রো সার্কেলের দায়িত্ব প্রাপ্ত্য রেলওয়ে সেফটি কমিশনার একে রায় মহাশয় ।তিনি গতকাল ৯ টা থেকে পরিদর্শন পর্ব শুরু করার কথা বললেও বৃষ্টির জন্য একটু পরে থেকে তা শুরু হয় ,সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত ১.৬৫ কিমি মেট্রোপথ পায়ে হেটে পরীক্ষা করেন সেফটি কমিশনার ও তার সঙ্গীরা ,তিনি ফুলবাগান স্টেশনে যাবতীয় ব্যবস্থা পানা সিগনালিং ও বৈদ্যুতিক ব্যবস্থা খতিয়ে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...