পঞ্চম দফাতে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলাতে ভোট গ্রহণ হবে

১৭ এপ্রিল উত্তরবঙ্গের সব আসনে ভোট গ্রহণ হবে ।তার পাশাপাশি উত্তর ২৪ পরগনার  ১৬ টি আসন , বিধানসভা কেন্দ্র  ১১১-১২৬ ভোট গ্রহণ হবে । নদীয়া জেলাতে ৮ টি আসন ,বিধানসভা কেন্দ্র (৮৬-৯৩) ভোট গ্রহণ হবে ।পূর্ব বর্ধমান জেলার ৮ টি আসন (২৫৯-২৬৬) ভোট গ্রহণ হবে ।দার্জিলিং জেলার সব কোটি আসনে (২৩-২৬) ভোট গ্রহণ হবে এবং কালিম্পঙ জেলার ১ টি আসন (২২) ভোট গ্রহণ হবে ।