পঞ্চম দফা ভোটের আগে বিজেপি তাদের স্ট্রাটেজি এবং গেম প্ল্যান পরিবর্তন করেছে । তারা মনে করছে বড় বড় রোড শো থেকেও রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ম্যাপের নেতারা পথ সভাতে হাজির হলে তা মানুষকে অনেক বেশি আকর্ষণ করবে ।সেই লক্ষ্যেই আজকে দমদমে পথ সভা তে হাজির থাকবেন বিজেপি চাণক্য অমিত শাহ ,আর বরানগর বিধানসভাতে সন্ধ্যা ৭ টা থেকে ৮:১৫অব্দি তিনি করবেন আরেকটি পথ সভা । পাশাপাশি প্রতিদিন ভোটার দের দুয়ারে দুই ঘন্টা করে প্রচার করবেন নেতারা সকাল ৯ -১১ টার মধ্যে ।