পঞ্চম দফা ভোটের শেষ প্রহরে উত্তরবঙ্গে বেশ কয়েকটি সভা করবেন রাহুল গান্ধী

কংগ্রেসের সর্বভারতীয় নেতা ও প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী রাজ্যের পঞ্চম দফা ভোটের  শেষ মুহূর্তে  প্রচার করতে আসছেন দিনাজপুরের গোয়াল পোখর  বিধানসভা কেন্দ্রে  এবং দ্বিতীয় সভাটি  করবেন বাগডোগরা তে  সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে ।অপরদিকে সিপিমের সাধারণ সম্পাদক সীতারাম ইইয়েচুরি আগামী ১৬ এপ্রিল তার  প্রথম সভা করবেন  এবং তার পরের দিন শনিবার করবেন উত্তর ২৪ পরগণাতে  বেশ কিছু সভা ।