পঞ্চায়েতেও ট্রেড লাইসেন্স অনলাইনে

অনেকদিনের দাবি মেনে বিধানসভা ভোটের আগে অনলাইনে  ট্রেড  লাইসেন্স দেওয়ার  সিধান্ত  নিল সরকার। এখন থেকে ১ বছরের পরিবর্তে তিন বছর অন্তর লাইসেন্স রিনিউ করতে হবে। গত ৩ রা ডিসেম্বরের বৈঠকে শিল্পপতিরা তাদের সমস্যার কথা জানান। এই সিদ্ধান্তে শিল্পপতিরা খুশি। এখন ট্রেড লাইসেন্সের কাজ ঘরে বসেই করা যাবে ও পাওয়া  যাবে। ফলে সময় বাঁচবে।