পঞ্চায়েত ভোটে কুর্মিরা অনেক অঙ্ক ঘুরিয়ে দেবে

কুর্মিদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি জানিয়েছেন পঞ্চায়েতে তৃণমূল কে একটি ভোট ও নয় ।তার পরেই রণকৌশল নিয়ে আলোচনা তে বসেছে তৃণমূল ।এখন লাখ টাকার প্রশ্ন কুর্মিরা তফসিলি ও জনজাতি সংরক্ষিত আসন বাদে বাকি আসনে সম হারে প্রার্থী দেয় কিনা ।তৃণমূল সমীক্ষা চালাচ্ছে ।