প্রাথমিক পরীক্ষায় পাশ করলো মাঝেরহাট সেতু এবার রেলের পরীক্ষায় পাশ করতে পারলেই রাজ্য সরকার উদ্বোধনের দিন ঠিক করবে। পূর্ত দপ্তর চিঠি পাঠিয়েছে রেলকে। রেল রিপোর্ট দেখে চূড়ান্ত ছাড়পত্র দেবে। এই সেতু প্রায় সাড়ে ছশো মিটার লম্বা। ভার বইতে পারবে প্রায় ৩৮৫ টন। সেতুর মাঝের অংশটি রেললাইনের ওপর। দৈর্ঘ্য ২২৭ মিটার। এই অংশের ভার ৮৪ টি কেবলের ওপর আছে। সেতুর আলো বসানোর কাজ শেষ। এক প্রস্থ রং ও হয়েছে। সেতুর কাজ আজ ঘুরে দেখেন পূর্ত মন্ত্রী।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...