প্রতিটি রবিবার তিনি বরানগর এলাকার বিভিন্ন জায়গায় প্রচার সারছেন ,আজকে ২৩৪ নম্বর বাস স্ট্যান্ড থেকেবিজেপির পতাকা হুডখোলা জিপে জয় শ্রী রাম ধ্বনির মাধ্যমে প্রচার শুরু করেন ।এলাকা বাসি হাত নাড়লে তিনি উত্তরে হাত জোরকরে নমস্কার করেন ।কিছু এলাকাতে পায়ে হেটে সামিল হন তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এইখানের পানীয় জল ও হাসপাতালের সমস্যা খুব বেশি ,ভোটে জিতলে আমার প্রাথমিক কাজ এই সমস্যার সমাধান করা । উল্টোদিকে আছে টিএমসির তাপস রায় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...