দুটি হাতি রাতে জঙ্গল থেকে বেরিয়ে তান্ডব চালাল। রবিবার রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ দুটি হাতি গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে আসে। প্রথমে তারা যায় আজগরপাড়ায়। সেখানে বেশ কিছু খেতের ধান নষ্ট করার পর স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে চলে আসে পর্যটনকেন্দ্র মূর্তিতে। সেখানকার দুটি অস্থায়ী দোকানঘর ভেঙে তছনছ করে দেয়। তারপর মূর্তি নদি পেরিয়ে জঙ্গলে ফিরে যায়।
রাজ্য
বিধাননগর মেলা কি বোর্ড য়ে মাতালেন
বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু...