পশ্চিমবঙ্গের জেলা গুলিতে করোনার জন্য বাড়ানো হচ্ছে বেডের সংখ্যা

করোনার দ্বিতীয় সংক্রমণে নাজেহাল পশ্চিমবঙ্গ সরকার জেলায় জেলায় করোনা আক্রান্ত দের চিকিৎসা দিতে বেদের সংখ্যা বাড়াচ্ছে এবং সেফ হোম ও প্রচুর পরিমানে খুলছে ।অবস্থা সামাল দিতে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে করোনার সজ্জা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার । উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান সাগর দত্ত হাসপাতাল বাদে জেলাতে করোনা সজ্জা ৬০০ যেটা ১ হপ্তারমধ্যে বাড়িয়ে আমরা ১০২৫ করবো ।