পাট শিল্পের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীকে কে পাশে চেয়ে চিঠি লিখেছিলেন সাংসদ অর্জুন সিংহ ।তার পরেইবস্ত্রমন্ত্রী পীযুষ গোয়াল তাকে শনিবার সকালে দিল্লিতে আসার জন্য আমন্ত্রণ জানান ।জানা যাচ্ছে আগামী সোমবার মন্ত্রীর নির্দেশে মন্ত্রকেরসচিবের সাথে বৈঠক হবে অর্জুন সিংহের ।চাষী ,চটকল মালিক এবং শ্রমিক সকলেই যাতে বাঁচেন তার সমস্যা সমাধান নিয়ে হবে বৈঠক।পাটের দামের কুইন্টাল প্রতি উর্দ্ধসীমা বাড়ানোর দাবি করেছেন তিনি ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...