রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ ৩ মাস বাড়ানোর ছাড়পত্র দিলো কেন্দ্রীয়
সরকার ।চলতি মাসেই অবসর নেওয়ার কথা ছিল আলাপন বাবুর ,তার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলো রাজ্য সরকার । প্রশাসনিক সূত্রেরদাবি মুখ্যসচিবের কার্যের মেয়াদ মোট ২ দফা তে তিন মাস করে বাড়ানো যেতে পারে ।আলাপন বাবুর মেয়াদ শেষ হবে অগাস্ট মাসের ৩১ তারিক । তার কার্যকাল বাড়াতে মুখ্যমন্ত্রী খুশি ।