বিশ্ব বাণিজ্য কেন্দ্র তৈরি হতে চলেছে রাজারহাট নিউ টাউনে, সরকারি সূত্রে খবর কেন্দ্র টি তৈরির পরে তা হবে পূর্ব ভারতে প্রথম এবং দেশের মধ্যে তৃতীয় বিশ্ব বাণিজ্য কেন্দ্র ।প্রসঙ্গত এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তারা তাদের প্রথম,শিল্প সম্মেলন আয়োজন করেছিল মুম্বাই বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ,তার পর অবশ্য এই রাজ্যেই বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের আসর বসাচ্ছে সরকার ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...