খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গার্ডেন রিচ জল প্রকল্পে ১ কোটি গ্যালন ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ জলাধার তৈরির কাজ পুরোদমে চলছে। এবার ঐ জলাধার থেকে পরিশ্রুত জল যাতে সরবরাহ জোনে যেতে পারে তার জন্য এক মিটার ব্যাসের পাইপ লাইন বসানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পুরপ্রশাসন , ঐ পাইপ বসানোর জন্য বরাদ্দ করা হয়েছে দু কোটি টাকা।