পার্ক সার্কাসে নিগৃহীত মাদ্রাসা শিক্ষক সহ তিনজন কে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  জয় শ্রী  রাম  ধ্বনি  না দেয়ার জন্য চলন্ত ট্রেন থেকে  মাদ্রাসা  শিক্ষক কে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে । এই খবর পেয়ে  মুখ্যমন্ত্রী  নিগৃহীত  শিক্ষক শাহরুখ  হালদার  কে  বুধবার ফোন  করে খোঁজ নেন  মমতা  বন্ধ্যোপাধ্যায়। শুধু  তাই  নয় মাদ্রাসা  শিক্ষক সহ আরো দুইজন কে ক্ষতিপূরণ সহ  ৫০ হাজার  টাকা দেয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রেলের আধিকারিক বলেন এই ঘটনা নিয়ে তদন্ত চলছে ।