পার্শশিক্ষকদের আমরণ অনশনের পাশে বিজেপি রাজ্য সভাপতি

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   গত  শনিবার সল্টলেকের  অনশন রত  পার্সশিক্ষকদের  আমরণ অনশন  মঞ্চে হাজির হয়ে রাজ্য  বিজেপি সভাপতি তথা  এমপি  দিলীপ ঘোষ  জানান ,রাজ্য সরকার এই শিক্ষকদের সঙ্গে অমানবিক  ব্যবহার  করে চলেছেন । হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে আসার  পরেও  সরকার  এদের অনশন স্থলের আসে  পাশে পানীয়  জল  অথবা শৌচাগারের  কোনো ব্যবস্থা  করেনি । তিনি  বলেন  তাদের এই দাবি নিয়ে তিনি কেন্দ্রের কাছে  যাবেন ।