পার্শ্বশিক্ষকদের মধ্যে কারা স্কুল কামাই করে আন্দোলনে আছে তাদের খুঁজছে রাজ্য সরকার

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  রাজ্যের  শিক্ষা  মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কয়েকদিন আগেই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে কোন  কোন শিক্ষক শিক্ষিকারা  স্কুলে  অনুপস্থিত থেকে আন্দোলনে সামিল হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে । তার পরেই  বিকাশ ভবন খুঁজতে নামলো স্কুল কামাই করা আন্দোলনরত  শিক্ষক শিক্ষিকাদের । সূত্রে খবর ১১ নভেম্বর থেকে কোন কোন পার্শ্বশিক্ষক ও শিক্ষিকারা অনুমতি ছাড়াই গড়  হাজির সেই নিয়ে সমগ্রহ  শিক্ষা  মিশনের পক্ষ থেকে জানতে চাওয়া  হয়েছে ।