পাশ করলো ৬টি ক্লাব

এবারের এএফসি  লাইসেন্সিঙ পরীক্ষাতে ১১টি  আইএসএলক্লাবেরমধ্যেপাশকরতেপারলোমাত্র৬ টি ক্লাব।এদেরমধ্যেআছেবেঙ্গালুরু ,গোয়া , জামশেদপুর ,মুম্বই ,চেন্নাইএবংএটিকেমোহনবাগান।বাকি৫টিটিমইস্টবেঙ্গল ,ওড়িশা ,হায়দ্রাবাদ ,কেরালাব্লাস্টার্সএবংনর্থইস্টইউনাইটেডসফলহতেপারেনি।মুচলেকা দিয়ে এই পাঁচটি ব্যর্থ হওয়া টিমকে আই এবারের এসএল প্রতিযোগিতায় খেলতে হবে।