পাহাড়ে প্রবল বৃষ্টি

ইয়াসের  জন্য প্রবল বৃষ্টি হল পাহাড়ে। বুধবার রাতে দার্জিলিং ও কালিম্পঙ পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়। তবে ক্ষয়ক্ষতি বিশেষ হয় নি। পাহাড়ে  কোথাও  ধস ও নামেনি। আগামী ২৪ ঘন্টায় ভাল বৃষ্টিপাতের সম্ভাবনার  কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন হাওয়ার  তান্ডবে পাঙ্খা বাড়ি  রোডে বেশ কিছু গাছ উপড়ে  রাস্তার ওপর পড়ে। ফলে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। তবে বন দপ্তর পুলিশের সাহায্যে ঘন্টা দেড়েকের মধ্যে গাছগুলি রাস্তা থেকে সরিয়ে দেন।