পিকনিকের জন্য দুটি নতুন স্পট তৈরী করছে এনকেডিএ কর্তৃপক্ষ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : পিকনিক  স্পটের সন্ধানে শহরবাসী  শীতকালে  শহর ছেড়ে  দূরে  চলে যায়  জলাশয় ও গাছ গাছালি  ভরা জায়গার  সন্ধানে ,নিউ টাউনের  ইকো  পার্কে  উপাসনা স্থল  ও ইকো  আরবান  ভিলেজে  আগেই দুটি পিকনিক স্পট ছিল ,তার চাহিদা ছিল গত বছর তুঙ্গে । ২০১৮-১৯ সালে সেইখানে  ১২৬টি পিকনিক হয়  এবং জায়গা ভাড়া  বাবদ  এনকেডিএ  তহবিলে এসেছিলো ৬ লক্ষ টাকার  বেশি , চাহিদার কথা ভেবে  ইকো  আরবান  ভিলেজের মধ্যেই দুটি  নতুন পিকনিক স্পট হবে তার ভাড়া হবে ২০০০ টাকা ।