আগামী ১৫ মে উদ্বোধন হচ্ছে না হাওড়া -পুরি বন্দে ভারত এক্সপ্রেসের ,রেলের অভন্ত্বরে ১৮ মে উদ্বোধন নিয়ে জল্পনা থাকলেও সরকারি ভাবে তা জানা যায়নি ।শুক্রবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া রেলের এক আধিকারিকের চিঠি থেকে উদ্বোধনের দিন পিছিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে ।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন নতুন ট্রেনের সঙ্গে নিউ -গড়িয়া রুবি মেট্রো নতুন ট্রেনের উদ্বোধনের সম্ভাবনা কার্যত নেই ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...