পুকুরে গাড়ি মৃত ১

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক :শনিবার জলপাইগুড়ি জেলার মোহিতনগরের বাসিন্দা দীপক রায় তার পরিবারের চার জন সদস্যকে নিয়ে একটি গাড়িতে হলদিবাড়ি থেকে ফিরছিলেন। জোরাম মোড়ের কাছে বাঁক নিতে গিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়। প্রচন্ড শব্দ পেয়ে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চালককে মৃত বলে ঘোষণা করেন এবং আহতদের সুচিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠান। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে হলদিবাড়ি থানায় নিয়ে যায়। রবিবার বিকালে ময়না তদন্তের পর দীপক রায়ের দেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়।