গত রবিবার থেকে চলা বৃষ্টি ও মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে গতকাল দুপুর থেকে কার্যত ক্রেতা শুন্য ছিল শহরের বাজার গুলি ।সন্ধ্যার পর সামান্য কিছু বিকি কিনি হলেও তাতে মন ভরলো না বিক্রেতা দের,হাতিবাগানের এক হকার বলেন|পুজোর আগে আর মাত্র দুটি রবিবার আছে ,এই সময় আমাদের নাওয়া খাওয়ার সময় থাকে না আর গতকাল দোকানেই কোনো ক্রেতাই হলো না ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...