পুরনিগমের ভোল বদল

শিলিগুড়ি পুরসভার চেহারা পাল্টে গেছে। পুরো বাড়িটাই ঝকঝক করছে। যারা বিভিন্ন কাজে আসছেন তারা সকলেই চমকে যাচ্ছেন এবং কাজের তারিফ করছেন। কার  পার্কিংয়ের  ব্যবস্থা ,বাউন্ডারি ওয়াল নতুনভাবে করা সহ  পুরো  বিল্ডিংয়ে কর্পোরেট ছোঁয়া লেগেছে। ভেতরে বাজছে রবীন্দ্রসংগীত। পুরনিগমের বাড়ির তিন তলায় আধুনিক যন্ত্র সহ  ভিডিও কনফারেন্সের ব্যবস্থা হচ্ছে।