খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল কলকাতা পুরসভার সদর দফতরে কলকাতা করপরেশন এর মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করলেন কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝা লি ইউ পুরসভার পক্ষ থেকে তাকে স্বাগত জানান মেয়র নিজে । পুরসভার সূত্রের খবর ২০১২ – ১৩ সালে চীনের কুংমিং শহরের সাথে ”সিস্টার সিটি ” সম্বন্ধে আবদ্ধ হয় কলকাতা । এই দিন মেয়র ও কনসাল জেনারেলের সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ উঠে আসে। দুই শহরের মধ্যে যোগাযোগ বাড়ানোর ব্যপারে ও গুরুত্ব নিয়ে আলোচনা হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...