পুরীর রথ যাত্রা

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  :  হিন্দু  ক্যালেন্ডার  অনুযায়ী  আষাঢ়  মাসে  রথ যাত্রা  অনুষ্ঠিত  হয় । এই বছর পুরীতে  রথযাত্রা  অনুষ্ঠিত  হবে জুলাই  ৪ ,২০১৯এবং  উল্টো রথের  মাধ্যমে  রথ যাত্রা  শেষ  হবে  জুলাই  ১৫। প্রতি বছর  পুরীতে  নবকলেবরা  অনুষ্ঠানের  মাধ্যমে  জগন্নাথ  দেবের কাঠের  মূর্তি  পাল্টে  নতুন কাটের  মূর্তি  বসানো  হয় । পুরীর  রথ  যাত্রা  সারা  পৃথিবী বিখ্যাত  সারা  পৃথিবী থেকেই  পুরীর  এই রথ যাত্রা দেখতে  দর্শনার্থী  আসে  পুরীতে ।