পুরুলিয়ার কর্মিসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গতকাল  পুরুলিয়াতে  এক দলীয় কর্মিসভায়  তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় বলেন রথ  যাত্রা কে সামনে রেখে  বিজেপি  গন্ডগোল করতে পারে তাই প্রত্যেক  কেই  সাবধানে থাকতে হবে ।ওরা  চাইবে  গন্ডগোল পাঁকাতে  এবং আমরা রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করবো ।