পুর প্রশাসক পদে আর রইবে না রাজনৈতিক ব্যক্তিত্ব দের খবরদারি

কলকাতা হাওড়া , শিলিগুড়ি বিধাননগর আসানসোল কর্পোরেশন সহ রাজ্যের অধিকাংশ পুরসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরে ,রাজ্য সরকার রাজনৈতিক ব্যক্তিত্ব দের বসিয়েছিলো পুর প্রশাষকের পদে ।গত শনিবার নির্বাচন কমিশন রাজ্য সরকার কে নির্দেশ দিলো যে আজ থেকে সরকারি কর্তাদের প্রশাসক পদে বসাতে হবে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কে সরানো হবে ।সেই মোতাবেক কলকাতা পুরসভার প্রশাসক পদে বসলেন আইএস অফিসার খলিল আহমেদ ।