খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গতকাল আসানসোল স্টেশনের দিকে একটি অটোকে যেতে দেখে ”সন্দেহ ” হওয়ায় আসানসোল থানার সাব – ইন্সপেক্টর সন্দীপ পাল ও তার দুই সঙ্গী অটোকে দাঁড়াতে বলে। অটোয় থাকা তিন যাত্রীকে নানান প্রশ্ন করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি।এরপর পুলিশ তাদের জিপে তোলার চেষ্টা করে। অভিযোগ ঠিক সেই সময়ই এক দুস্কৃতি সন্দীপ বাবুর পিঠে গুলি করে পালায়।দুস্কৃতিকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...