পুলিশের কামড় চাকরি প্রার্থীকে জখম করলো

এস এস সির চাকরির দাবিতে বিক্ষোভ প্রার্থীরা চাকরির দাবিতে যখন বিক্ষোভ চালাচ্ছিলেন তখন মহিলা পুলিশ, প্রার্থীকে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যায় , এর পর অরুনিমা পাল নামক প্রার্থী হেয়ার স্ট্রিট থানা তে অভিযোগ করেন জনৈক মহিলাপুলিশ কর্মী তাকে কামড়ে দিয়েছে এর পরে অরুনিমা সহ আরো কিছু জন কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।কলকাতা পুলিশ কামড়ানোর
কথা স্বীকার করে নিয়ে পাল্টা বলেছে মহিলা পুলিশ কর্মীর হাতেও কামড়ানো হয়েছিল ।