পুলিশের বদলির নিয়মাবলী এখন থেকে অনলাইনেই হবে

পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন পুলিশ কর্মীদের জন্য পোস্টিং ও বদলির নতুন নিয়ম চালু করলো । এই বার থেকে আর লিখিত আবেদন গ্রাহ্য করা হবে না ,বদলি ও পোস্টিংয়ের জন্য পুলিশ কর্মীদের শুধুমাত্র পিপি এম এস আপ এবং ই/এইচআরএমএস পোর্টাল (কম্পিউটার মাধ্যম ) ব্যবহার করতে হবে ।১৮ মার্চ থেকে ১১ এপ্রিল অব্দি অনলাইনে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে ।