পুলিশ  সুপারের  বদলি 

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল  নবান্ন  থেকে তড়িঘড়ি  এক  সরকারি  বিজ্ঞপ্তি জারি  করে সরিয়ে দেয়া  হলো  উত্তর  দিনাজপুরের  পুলিশ  সুপার  অনুপ  জয়সোয়াল  কে  তার জায়গায়  নতুন পুলিশ  সুপার হিসাবে নিয়োজিত হলেন সুমিত কুমার যিনি কলকাতা পুলিশের  ডিসি  ট্রাফিক  পদের  দায়িত্বে ছিলেন তবে এখন অব্দি  ডিসি  ট্রাফিক  পদে কোনো নিয়োগ হয়নি । অনুপ  বাবু  কে বদলি  করে পাঠানো  হলো   এস এস  সিআইডি  করে । উল্লেখ্য  গত  পঞ্চায়েত  নির্বাচনের আগে  এবং পরে চোপড়া ,ইসলামপুর , ইটাহারে  রাজনৈতিক  সংঘর্ষ হয়েছে  তা  রুখতে  ব্যর্থ  হয়েছিলেন অনুপ  জয়সোয়াল । তারই  মধ্যে সম্প্রতি ইটাহারে এক  রাজনৈতিক  সংঘর্ষ এক তৃণমূল  সমর্থকের  মৃত্যু  হয় ,পুলিশের  একাংশ  মনে  করছে  এই  মৃত্যু  বদলির  অন্যতম কারণ ।