পেনশন নিয়ে প্রভিডেন্ট ফান্ডের নির্দেশ খারিজ কোর্টের

On: Thursday, November 20, 2025 9:13 AM

রাষ্ট্রায়াত্ব সেলের কমন মার্কেটিং সেন্টারের অবসর প্রাপ্ত্য কর্মীদের বর্ধিত পেনশন দেওয়া হবে না বলে প্রভিডেন্ট ফান্ড দফতরের নির্দেশ খারিজ করলো কলকাতা হাইকোর্ট । আদালত নির্দেশ দিয়েছে নির্দিষ্ট অংকের বেশি বেতন পান এমন সদস্য রা নিয়ম মেনে পেনশন খাতে টাকা দিলে তাদের বর্ধিত টাকার ভিত্তিতেই বেশি টাকা দিতে হবে ।তবে বাড়তি টাকা কাটাতে সংস্থার সঙ্গে মিলে সদস্য দের আর্জি জানাতে হবে ৩১ সে জানুয়ারির মধ্যে ।