প্রজাতন্ত্র দিবস

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :১৯৫০  সালের  ২৬  শে   জানুয়ারী   তারিখে  ভারত  শাসনের  জন্য  ১৯৩৫  সালের  ভারত  সরকার  আইনের  পরিবর্তে  ভারতীয়  সংবিধান  কার্যকর  হওয়ার  ঘটনাকে  স্মরণ  করে। এটি  ভারতের  একটি  জাতীয়  দিবস। ১৯৫০  সালের  ২৬  শে   জানুয়ারী   ভারতীয়  গন পরিষদ  সংবিধান  কার্যকরী  হলে  ভারত  একটি  গণতান্ত্রিক  রাষ্ট্রে  পরিণত   হয়।