প্রতীক্ষালয়ে যাত্রীদের স্থান নেই

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :শিলিগুড়িতে অনেক বড়  রাস্তার পাশে যাত্রী প্রতীক্ষালয় আছে  কিন্তু তা অবৈধভাবে দখল করা হয়েছে । রোদ ,জল ,ঝড় ,বৃষ্টি থেকে মানুষকে আশ্রয় দেওয়ার  জন্য এইগুলি তৈরি হলেও এখন তা চায়ের দোকান বা অটো রাখার জায়গা হয়েছে। কোথাও বা চেয়ার টেবিল দিয়ে লটারীর  দোকান খোলা হয়েছে। কর্তৃপক্ষের কোন  নজর  নেই। এস জে ডি এ র চেয়ারম্যান জানান দখলমুক্ত করে যাত্রীদের দাঁড়ানোর  ব্যবস্থা করা হবে।