প্রত্যাশার বাইরে এই রায়

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :কারুর  প্রত্যাশা  তে ছিল  না এই রায়  আজ  বেরোবে । প্রধান  বিচারপতি রঞ্জন  গগৈ  অবসর নেবেন আগামী ১৭ নভেম্বর ,আগামী  সপ্তাহের সোম  ও মঙ্গলবার সুপ্রিম  কোর্ট  ছুটি  ফলে  বিশেষজ্ঞ  মহলের ধারণা  ছিল  বুধ  থেকে শুক্রবার এই তিন দিনের  মধ্যে  যে কোনো দিন  রায় বেরোবে ।কিন্তু  আজ  শনিবার  ছুটির  দিন  এমন একটি স্পর্শকাতর  বিষয়ে  রায়  বেরোবে  এটি একটি নজির বিহীন ঘটনা ,মনে করা  হচ্ছে  অশান্তি  রুখতে  আগে ভাগে  রায় বের করে দেয়া হচ্ছে ।