প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নয়দিল্লিতে সাক্ষাৎ করতে পারেন আগামী ৫ ডিসেম্বর

গতকাল পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিতে যাওয়া প্রাক্তন আইএ এস সিভি অনন্ত বোস সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাখ্যাত করেছেন ।তার পরেই বসের কাছে ফোন আসে মমতা ব্যানার্জির ,তিনি জানতে চান কবে বোস নতুন রাজ্যপাল হিসাবে শপথ নেবেন ।সূত্রের খবর আগামী ২৩ সে নভেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে । পাশাপাশি জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের জি ২০ সম্মেলন নিয়ে বৈঠক আছে দিল্লী তে ,সূত্রের খবর সেই সময় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা ভাবে বৈঠক করতে পারেন ।